kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

শাস্ত্রীকে কড়া ভাষায় সতর্ক করল ভারতীয় বোর্ড‌!

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৮ ১৬:২০ | পড়া যাবে ২ মিনিটেশাস্ত্রীকে কড়া ভাষায় সতর্ক করল ভারতীয় বোর্ড‌!

দল নির্বাচন নিয়ে বোর্ডের সঙ্গে মুখোমুখি অবস্থানে আছেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রবি শাস্ত্রী। ইংল্যান্ড সফরে ভারতে টেস্ট সিরিজ না-জিতলেও বিরাট কোহলির দলকেই গত ১৫ বছরে সেরা সফরকারী দল বলেছেন কোচ শাস্ত্রী। তার এই মন্তব্যকে ব্যক্তিগত বক্তব্য বলে জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এমন মন্তব্য থেকে বিরত থাকতে এবার শাস্ত্রীকে সতর্ক করল বিসিসিআই।

গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ হেরেছে কোহলির ভারত। ওয়ানডে সিরিজেও জয়ের মুখ দেখেনি এই পরাক্রমশালী দলটি। এগিয়ে থেকেও সিরিজ হাতছাড়া হয়েছিল। তাই বিসিসিআইয়ের সুপ্রিম কোর্ট নিযুক্ত সিওএ প্রধান বিনোদ রাই বলেছেন, 'কোন দলটা সেরা দল সেটা ঠিক করবে সাধারণ মানুষ, এসব নিয়ে কথা বলা কোচের কাজ নয়।'

ওই সফরে ব্যর্থতার পর ভারতীয় সংবাদমাধ্যমের বিরুদ্ধে তোপ দেগে শাস্ত্রী বলেছিলেন, 'আমাদের মিডিয়া সব সময়ে দেশের ক্রিকেটার ও দলের সমালোচনা করে থাকে। কিন্তু আমি বলছি গত ১৫ বছরে এই দল অন্যতম সেরা সফরকারী দল।'

শাস্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার মুখর হয়েছিলেন ভারতের সাবেক দুই অধিনায়ক সুনীল গাভাস্কার ও সৌরভ গাঙ্গুলী। এব্যাপারে শাস্ত্রীকে পরিসংখ্যানে চোখ বোলানোর পরামর্শ দিয়েছিলেন দুই সাবেক অধিনায়ক।

বোর্ডের সিওএ প্রধান অবশ্য শাস্ত্রীর হাত থেকে সেরা দল বাছাইয়ের ক্ষমতা কেড়ে নিয়েছেন। শাস্ত্রীকে তিনি আরও বলেছেন, 'আমাদের মিটিংয়ের এজেন্ডা হলো আসন্ন অস্ট্রেলিয়া সফরের পলিসি। কোনটা সেরা সফরকারী দল সেটা তুমি ঠিক করতে যেও না। এটা মানুষ ঠিক করুক।'

শাস্ত্রীর কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে কোহলির ভারত পাঁচ টেস্টের সিরিজ ৩-১ ব্যবধানে হেরেছে। শাস্ত্রী ও কোহলি বোর্ড সদস্য বলেন, 'তোমরা যা চেয়েছে বোর্ড তা দিয়েছে। সেন্ট্রাল কন্ট্র্যাক্স, প্র্যাকটিস ফেসিলিটি, সাপোর্ট স্টাফ সব কিছু। এর পর বোর্ড তোমাদের কাছে পারফরমেন্স চায়।'

চলতি মাসেই অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল। ৪ টেস্টের সিরিজ ছাড়াও ৩ ম্যাচে টি-টোয়েন্টি এবং ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বিরাট কোহলিরা।

মন্তব্যসাতদিনের সেরা