kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

টেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকালেন ফোকস

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৮ ১৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেটেস্ট অভিষেকে সেঞ্চুরি হাঁকালেন ফোকস

ছবি : এএফপি

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেক হয়েছে ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান বেন ফোকসের। নিজের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম তুললেন তিনি। ১০৭ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি।

এতে ইংল্যান্ডের ২০তম খেলোয়াড় হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন ফোকস। এছাড়া বিশ্বের পঞ্চম উইকেটরক্ষক হিসেবে টেস্টের অভিষেকেই তিন অংকে পা দিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

এশিয়ার মাটিতে ইংল্যান্ডের চতুর্থ খেলোয়াড় হিসেবে টেস্টে নিজের অভিষেক ম্যাচে তিন অংকে পা দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেন ফোকস। ওই তালিকায় তার আগে নাম লিখিয়েছেন ব্রায়ান ভ্যালেন্টাইন, অ্যালিষ্টার কুক ও কিটন জেনিংস।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১০টি চারের সহায়তায় ২০২ বলে ১০৭ রান করে আউট হন ফোকস। তার ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩৪২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। 

মন্তব্যসাতদিনের সেরা