kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

মেসির 'বাথরুম' নিয়ে বক্তব্য পাল্টে ফেললেন ম্যারাডোনা

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৮ ২১:০৮ | পড়া যাবে ২ মিনিটেমেসির 'বাথরুম' নিয়ে বক্তব্য পাল্টে ফেললেন ম্যারাডোনা

লিওনেল মেসিকে নিয়ে বিরূপ মন্তব্য করে গত কয়েকদিন ধরে তোপের মুখে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারডোনা। কিন্তু মেসির সমর্থক মহলের প্রতিবাদের পর নিজের অবস্থান থেকে সরে এসেছেন ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়ক। বক্তব্য পাল্টে দিয়ে তিনি বলেছেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির সঙ্গে তার খুব গভীর বন্ধুত্ব আছে। মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে দূরত্ব সৃষ্টির চেষ্টা করে।

কয়েকদিন আগে এক সাক্ষাতকারে ম্যারাডোনা মেসিকে উদ্দেশ্য করে বলেছিলেন, গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের আগে মেসি খুব বেশি স্নায়ুচাপে ভোগে।  কিছু ম্যাচের আগে ও ম্যাচ চলার সময় বার্সেলোনা তারকাকে বমি করতেও দেখা গেছে। তার ভাষায়, 'একটা ম্যাচের আগে যে ২০ বার বাথরুমে যায় তাকে নেতা বানানোর চেষ্টা অনর্থক।'

এবার ভোল পাল্টে ম্যারাডোনা বললেন, 'আমি জানি, মেসি কে। আমি জানি, সে বিশ্বের সেরা খেলোয়াড়। ম্যাচের আগে যদি ২০ জন খেলোয়াড় বাথরুমে যেত, সেক্ষেত্রে আমি কখনও লিওনেল মেসির নাম উল্লেখ করতাম না। আসলে যেটা ঘটে তা হলো মানুষ আমাকে মেসির মুখোমুখি দাঁড় করাতে চায়। কিন্তু তারা পারে না। তারা পারবে না। লিওনেলের সঙ্গে আমার যে বন্ধুত্ব আছে তা আপনারা (সাংবাদিক) সবাই মিলে যা লেখেন তার চেয়ে বেশি কিছু। আমি বলছি, মেসি বিশ্বসেরা।'

শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলের জয়ের ম্যাচে ডান হাতে চোট পান মেসি। আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়কে। যে কারণে ২০০৭ সালের পর বার্সা-রিয়ারের এল ক্ল্যাসিকো হবে মেসি-রোনালদোবিহীন। এই সময়ের মধ্যে মোট ৬টি ম্যাচ মিস করার আশংকা আছে মেসির।

মন্তব্যসাতদিনের সেরা