kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

জয়ের পর যা বললেন অপ্রতিরোধ্য ইমরুল

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৮ ১১:২৯ | পড়া যাবে ২ মিনিটেজয়ের পর যা বললেন অপ্রতিরোধ্য ইমরুল

জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ২৮ রানের সহজ জয় পেয়েছে টাইগাররা। আর এই জয়ের নায়ক টাইগার ওপেনার ইমরুল কায়েস।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪০ বলে ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ইমরুল। তবে গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানের অপরাজিত ইনিংসটিকেই সবচেয়ে এগিয়ে রাখলেন তিনি।

ম্যাচ শেষে সাংবাদিকদের ইমরুল কায়েস বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের ভালো একটা ইনিংস হিসেবে রাখব। তবে আফগানিস্তানেরটা অনেক স্পেশাল ছিল আমার কাছে। এশিয়া কাপে হঠাৎ করে গিয়ে খেলেছি, চ্যালেঞ্জ ছিল এবং ভালো খেলেছিলাম। ওটাকে আমি সবচেয়ে এগিয়ে রাখব। কিন্তু এই ইনিংসটা অনেক ভালো খেলেছি। দরকার ছিল, টার্নিং পয়েন্ট ছিল। নিজে ভালো খেললে দল উপকৃত হয়। আজকের ইনিংসটার জন্য হয়তো বাংলাদেশ টিম জিততে পেরেছে।’ 

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানের সঙ্গে ম্যাচটাই ক্যারিয়ারে অনেক কিছু শিখেছি। আমি কী করতে পারি, আর কী পারি না। ওই ইনিংস থেকে অনেক কিছু শিখেছি। আজকে যখন ব্যাটিং করছিলাম, ওই ইনিংসটার কথা স্মরণ করছিলাম। কঠিন পরিস্থিতিতে (এশিয়া কাপ) যদি ভালো কিছু করতে পারি, নিঃসন্দেহে আমি ভালো কিছু করতে পারব।’

মন্তব্যসাতদিনের সেরা