kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

জিম্বাবুয়ে সিরিজের আগে চোট আক্রান্ত ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৮ ২১:৪৩ | পড়া যাবে ২ মিনিটেজিম্বাবুয়ে সিরিজের আগে চোট আক্রান্ত ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা

বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে মাশরাফির দুষ্টুমি। এমন দুষ্টুমি তো তাকেই মানায়...। ছবি : ইন্টারনেট

হঠাৎ করেই চোটে আক্রান্ত হয়ে পড়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটাররা।  সিনিয়র পাঁঁচজন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহর পাশাপাশি চোটে পড়েছেন পেসার রুবেল হোসেনও। জিম্বাবুয়ে সিরিজে তাকে নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। সাকিব-তামিম তো সিরিজে খেলতেই পারবেন না। রুবেলের পাশাপাশি চিন্তা আছে অধিনায়ক মাশরাফিকে নিয়েও!

তীব্র জ্বর নিয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল রুবেল হোসেনকে। আজ শনিবার বিকালে তিনি টিম হোটেলে যোগ দিয়েছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে রুবেলের চোটের সর্বশেষ অবস্থা নিয়ে টাইগার ক্যাপ্টেন বললেন, 'ওর গায়ে জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খেয়েছে। বিষয়টা ফিজিও ভালোভাবে পর্যবেক্ষণ করছে।'

পাঁজরে ব্যথা পাওয়া মুশফিকুর রহিম অনেকটাই ফিট আছেন। কিন্তু অধিনায়ক মাশরাফিই তো ছোটখাট বেশ কিছু চোটে আক্রান্ত! চিন্তা আছে অধিনায়ককে নিয়েও। এশিয়া কাপে পাওয়া কনিষ্ঠ আঙুলে ছোট চিড় ধরেছিল। ব্যথা এখনও আছে। ওই টুর্নামেন্টে ব্যথা পেয়েছিলেন ঊরুতেও। অধিনায়ককে নতুন করে ভোগাচ্ছে কুঁচকির ব্যথা। টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে, ম্যাশের চোট ততটা গুরুতর নয় এবং রবিবার সিরিজের প্রথম ওয়ানডে থেকেই খেলবেন তিনি।

নিজের চোট নিয়ে ম্যাশ বলেন, 'আমি একটা সংস্করণে (ওয়ানডে) খেলি। অন্যদের ক্ষেত্রে যেটা হয়, তারা সব ফরম্যাটে খেলে। কেউ যদি টিমে না থাকে সে চার দিনের ম্যাচও খেলতে পারবে। যেটা আমার ক্ষেত্রে হয় না। আমাকে আন্তর্জাতিক ক্রিকেট ও অনুশীলনের ওপর নির্ভর করতে হয়। আল্লাহর রহমতে ভালোর দিকে আছি।'

সব ঠিক থাকার পরেও বিকল্প ভেবে রাখা হয়েছে। রুবেল যদি শেষ পর্যন্ত না খেলতে পারেন তবে তৃতীয় পেসার হিসেবে সাইফউদ্দিনকে প্রথম ওয়ানডেতে দেখা যেতে পারেন। তিন পেসার ও দুই বিশেষজ্ঞ স্পিনার নিয়েই একাদশ সাজানোর সম্ভাবনা বেশি। নতুন খেলোয়াড় হিসেবে অভিষেক হয়ে যেতে পারে ফজলে রাব্বির। তবে এক ম্যাচ খেলিয়ে তাকে বাদ দেওয়ার পক্ষে নয় টিম ম্যানেজম্যান্ট। মাশরাফিও নবাগতদের বেশি কিছু ম্যাচ সুযোগ দেওয়ার পক্ষে।

মন্তব্যসাতদিনের সেরা