kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

অস্ট্রেলিয়া সফরে নেই হাশিম আমলা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ২১:৩০ | পড়া যাবে ১ মিনিটেঅস্ট্রেলিয়া সফরে নেই হাশিম আমলা

হাতের আঙ্গুলে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। চলতি মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের সিরিজে আমলার খেরতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন প্রোটিয়া কোচ ওটিস গিবসন।

গত মাসে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার সময় হাতের আঙ্গুলের ইনজুরিতে পড়েন আমলা এবং নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি। অস্ট্রেলিয়া সফরে তিন ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের আগেই ৩৫ বছর বয়সী আমলা সুস্থ হয়ে উটবেন বলে ধারণা করা হচ্ছিল। তবে গিবসন জানিয়েছেন সুস্থ হয়ে ওঠার জন্য আমলাকে আরো সময় দেয়া হয়েছে।

প্রোটিয়া কোচ সাংবাদিকদের বলেন, 'হাশিম ইনজুরিতে আছে এবং অস্ট্রেলিয়া সফরের বাইরে থাকছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আমরা তার সঙ্গে আলোচনা করেছি।'

মন্তব্যসাতদিনের সেরা