kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

জাতীয় দলে সবকিছু উপভোগ করছেন রাব্বি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ২০:৪৫ | পড়া যাবে ২ মিনিটেজাতীয় দলে সবকিছু উপভোগ করছেন রাব্বি

জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে আজ সোমবার থেকে শুরু হয়ে গেল জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। এমনিতে প্রস্তুতি পর্বের শুরুটা সাধারণত হয় ফিটনেস ট্রেনিং দিয়ে। এবার উল্টো, সোমবার প্রস্তুতির শুরুই হলো স্কিল ট্রেনিং দিয়ে। প্রধান কোচ স্টিভ রোডস দীর্ঘক্ষণ সিঙ্গেলস-ডাবলস নেওয়ার অনুশীলন করালেন শিষ্যদের। এদের মধ্যে এমন একজন আছেন, যিনি ত্রিশোর্ধ্ব বয়সে ডাক পেয়েছেন জাতীয় দলে। সেই ফজলে রাব্বি জানালেন তার অভিজ্ঞতার কথা।

প্রথমবারের মতো আজ জাতীয় দলের ড্রেসিং রুমের স্বাদ পেলেন রাব্বি। জাতীয় দলের জার্সিতে অনুশীলন করলেন প্রথমবার। একই দিনে দলের প্রতিনিধি হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। পুরো সময়টা দারুণ উপভোগ করছেন জানিয়ে রাব্বি বলেন, 'আমার কাছে চাপ মনে হচ্ছে না। এই যে ট্রেনিং হলো, আপনাদের সঙ্গে কথা হচ্ছে, সবকিছু উপভোগ করছি।'

জাতীয় দলের নতুন ক্রিকেটারদের জন্য সবচেয়ে আকাঙ্খিত জায়গাটি হয়ে থাকে ড্রেসিংরুম। সেখানকার অভিজ্ঞতা নিয়ে রাব্বি বলেন, 'ড্রেসিং রুমে সবকিছু খুব ভালো। সবাই সবার কাজ নিয়ে খুব চিন্তা করে। কার কোনটা দায়িত্ব, সবাই খুব ভালো জানে। আমি দেখছি, শেখার চেষ্টা করছি। তারা একেকজন কতটা সিরিয়াস, এটা আমাকে খুবই অনুপ্রাণিত করছে।'

আর অনুশীলনটা কেমন হলো? রাব্বি বলেন, 'এখানে যে অনুশীলন হয়েছে, আপনারা দেখেছেন। সিঙ্গেল বের করা নিয়ে, স্ট্রাইক রোটেশন নিয়ে কাজ করেছি আমরা। নতুন নতুন কিছু জিনিস আছে, ছোট ছোট ব্যাপার, এসব নিয়েই কাজ করছি। খুব দ্রুত কিছু বদলে ফেলা সম্ভব নয়। তবে ছোট ছোট কিছু, যেগুলোয় পরিবর্তন আনলে খেলা ভালো হয়, সেদিকে আমরা মনোযোগ দিচ্ছি।'

মন্তব্যসাতদিনের সেরা