kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

পৃথ্বীর ঘাড়ে ভর করেছে তিন কিংবদন্তি!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৮ ১৫:৪৭ | পড়া যাবে ২ মিনিটেপৃথ্বীর ঘাড়ে ভর করেছে তিন কিংবদন্তি!

'ভুতে ভর করেছে' বিষয়টি সম্পর্কে সবাই জানে। এখনও গ্রামে-গঞ্জে ভুতে ভর করায় ব্যাপক বিশ্বাস করা হয়। কিন্তু ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন পৃথ্বী শয়ের ঘাড়ে কোনো ভুত নয়, ভর করেছেন তিন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ এবং ব্রায়ান চার্লস লারা! অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো পৃথ্বীকে নিয়ে আর কেউ নন, খোদ ভারতের জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন এই কথা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত যে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতবে, সে বিষয়ে কারো সন্দেহ ছিল না। আগ্রহের বিষয় ছিল, তরুণ পৃথ্বী শ তার অভিষেক টেস্ট সিরিজে কী রকম খেলেন। দুই টেস্টে পৃথ্বী একটি সেঞ্চুরিসহ ১১৮.৫০ গড়ে করেছেন মোট ২৩৭ রান। স্বাভাবিক ভাবেই তিনিই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। স্বাভাবিকভাবেই সাবেক ক্রিকেটারদের কাছ থেকে পাচ্ছেন উচ্ছ্বসিত প্রশংসা। অধিনায়ক বিরাট কোহলি তুলনা করতে নিষেধ করলেও কেউ তা শুনছেই না। 

খোদ ভারীয় কোচ শাস্ত্রীর প্রশংসা সবকিছু ছাড়িয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টেও তিন দিনের মধ্যে উড়িয়ে দিয়ে সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রী বলেন, 'পৃথ্বীর ব্যাটিং দশর্কদের কাছে বিনোদনের একটা বড় মাধ্যম। পৃথ্বী যখন ব্যাট করে, তখন ওর মধ্যে কিছুটা শচীন আর কিছুটা শেবাগের ছায়া দেখা যায়। আবার ও যখন হাঁটে, তখন তার মধ্যে ব্রায়ান লারা যেন ভর করে।'

তিন কিংবদন্তির সঙ্গে তুলনা করার পাশাপাশি পৃথ্বী সম্পর্কে শাস্ত্রী আরও বলেন, 'পৃথ্বীর জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য। সেই ৮ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছে ও। তার মানে মুম্বাইয়ের মাঠে এক দশক খেলা হয়ে গেছে পৃথ্বীর। ওর ব্যাটিং দেখলেই বোঝা যায়, দর্শকরা কতটা আনন্দ পায় পৃথ্বীর খেলা দেখে।'

তবে পৃথ্বীর উদ্দেশে সতর্কবার্তাও রয়েছে শাস্ত্রীর। তিনি বলেছেন, 'পৃথ্বীর মাথা যদি ঘুরে না যায়, আর পরিশ্রমের সঙ্গে কোনও সমঝোতা না করে, তা হলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল।'

মন্তব্যসাতদিনের সেরা