kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

'ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়'

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৮ ১৩:২৩ | পড়া যাবে ১ মিনিটে'ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়'

ব্রাজিল-আর্জেন্টিনা মানেই মাঠে ও বাইরে তীব্র এক লড়াই। এমনটা স্বীকার করতে একটুও দ্বিমত করেননি স্বয়ং ব্রাজিলের কোচ তিতেও। তিনি বললেন, ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। সেই ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। তা নাহলে আমরা মাথা নিচু করেই মাঠ ছাড়বো।’

আগামী মঙ্গলবার রাতে সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। এর আগে সৌদি আরবকে ২-০ গোলে হারালে নিজের শিষ্যদের পারফরম্যান্সে মোটেই খুশি নন তিতে।

তিতে বলেন, ‘আমাদের খেলা মোটেও মুগ্ধ করার মতো ছিল না। আমরা জিতেছি কেবল আমাদের আক্রমণভাগের সৃজনশীলতার কারণে।’

মন্তব্যসাতদিনের সেরা