kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

টস হেরে হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৩২ | পড়া যাবে ১ মিনিটেটস হেরে হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত আর অপেক্ষাকৃত দুর্বল দল হংকং। আজকের এই ম্যাচে প্রথমে টস জিতে হংকংয়ের অধিনায়ক অংশুমান রাথ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে রোহিত শর্মার ভারতকে প্রথমে ব্যাটিং করতে হচ্ছে।

এবারের এশিয়া কাপে ভারতের এটি প্রথম ম্যাচ। হংকং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। ফলে আজ হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে হংকংয়ের।

ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইদু, মনীষ পান্ডিয়া, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পান্ডিয়া, যুজবেন্দ্রা চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শারদুল ঠাকুর ও খলিল আহমেদ।

হংকং দল : অংশুমান রাথ (অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র‌্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান ও আফতাব হুসেইন।

মন্তব্যসাতদিনের সেরা