kalerkantho


ফুটবল রাজপুত্রের দুই প্রেম

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মে, ২০১৮ ২১:৫৯ফুটবল রাজপুত্রের দুই প্রেম

রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় এক ভক্ত এভাবেই মাঠে ছুটে আসেন মেসির পায়ের ধূলো নিতে। ছবি : গেটি ইমেজেস

এই ক্যাম্প ন্যু থেকেই হাঁটি হাঁটি পা পা করে আজ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় হয়ে উঠেছেন লিওনেল মেসি। ২০০৩ থেকে ২০১৮। গত ১৫ বছরে বার্সা আর মেসি যেন সমার্থক হয়ে উঠেছেন। মেসির ভক্তরাও লাল-নীল জার্সিতে তাকে দেখতে অভ্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'ফুটবল ম্যাজিশিয়ন' বলেন, বার্সায় বিশ্বের ফুটবল ক্লাব। তাই তিনি বার্সা ছেড়ে কোথাও যাচ্ছেন না।

বার্সার হয়ে মাঠে নেমে লা-লিগায় সর্বকালের সেরা পাঁচ গোলদাতাদের একজন মেসি। লা-লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ৫০টি গোলের রেকর্ডও আছে। আর্জেন্টিনা ও বার্সেলোনা দুটোকেই নিজের ভালোবাসা বলে জানিয়ে ফুটবলের রাজপুত্র বলেন, 'আমি কোনোভাবেই বার্সেলোনা ছাড়তে আগ্রহী নই। অন্য যে কোনো জায়গার থেকে এখানে ভালো আছি। নতুন করে কিছু প্রমাণ করার জন্য আমার কোথাও যাওয়ার ন্যুনতম প্রয়োজন নেই।'

তবে বার্সার হয়ে খেলার কথা বলেই থামেননি ফুটবলের রাজপুত্র। সঙ্গে এটাও জানিয়েছেন বার্সেলোনা তার প্রিয় শহর। এখানে তার ছেলের বন্ধুরাও রয়েছে। তাই তিনি শহর পাল্টাতে চান না। পাশাপাশি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবল জাদুকর বলেন, 'আমি ইতিহাসে সেরা হওয়ার দাবিদার হতে চাই না, বরং প্রতিদিন একটু করে নিজের খেলায় উন্নতি করতে চাই।'মন্তব্য