kalerkantho


আবারও আইসিসির প্রধান হলেন ভারতের শশাঙ্ক মনোহর

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মে, ২০১৮ ১৭:২১আবারও আইসিসির প্রধান হলেন ভারতের শশাঙ্ক মনোহর

ছবি : ডিএনএ ইন্ডিয়া

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর বেশ কিছু সংস্কার আনতে পেরেছেন শশাঙ্ক মনোহর। এর মধ্যে 'তিন মোড়ল নীতি' বাতিলসহ ওয়ানডে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর সিদ্ধান্ত উল্লেখযোগ্য। এসব কারণে খোদ ভারতেই অজনপ্রিয় মনোহর চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও একবার নির্বাচিত হলেন। আগামী দুই বছর স্বপদে বহাল থাকবেন তিনি।

ভারতীয় বোর্ডের সাবেক প্রেসিডেন্ট মনোহর যে আইসিসির চেয়ারম্যান হিসেবে আরও একবার নির্বাচিত হতে চলেছেন, সেটা স্পষ্ট হয়ে যায় গত মাসের বৈঠকে। আইসিসির ওই বৈঠকে মনোহরের দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কেউ কোনও আপত্তি তোলেননি। তখনই বোঝা গিয়েছিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার দায়িত্বে আরও একবার থাকতে চলেছেন তিনি। এর আগে ২০১৬ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মনোহর।

তিনি নির্বাচিত হওয়ার দিনে জানা গেছে, আইসিসির ওয়ার্কিং গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার দেখা করবেন কয়েকজন ভারতীয় বোর্ড প্রধানের সঙ্গে। আরও জানা গেছে, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে। আইসিসির ওয়ার্কিং গ্রুপের কাজ হল, সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা করে একটি রিপোর্ট তৈরি করা। যার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় আইসিসি। 

ভারতীয় বোর্ডের অস্থায়ী প্রেসিডেন্ট সি কে খন্না বলেছেন, 'টেস্ট ক্রিকেট নিয়ে যাতে সবার আগ্রহ বজায় থাকে, তা দেখতে হবে আমাদের। আশা করব, ভারতীয় বোর্ড যা প্রস্তাব দেবে, তা গুরুত্ব সহকারে দেখবে আইসিসি।'

বৈঠকে আলোচনা হতে পারে দিবা-রাত্রির টেস্ট নিয়েও। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই দিবা-রাত্রির টেস্ট নিয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। এত বেশ হতাশ হয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপের আগে কোনও ভাবেই টেস্ট ক্রিকেট নিয়ে নতুন পরীক্ষার মধ্যে যেতে চায় না ভারতীয় দল। 'তিন মোড়ল নীতি' বাতিল হলেও বর্তমান ক্রিকেটবিশ্বে এখনও অনেকটা ইচ্ছাস্বাধীনভাবেই চলছে এশিয়ার সেরা ক্রিকেট শক্তি দেশটি।মন্তব্য