kalerkantho


বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে ব্রাজিল

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০১৮ ১৯:৩৬বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশিক্ষণ দেবে ব্রাজিল

ছবি : বাফুফে

বাংলাদেশের ফুটবলার বিশেষ করে নারী ফুটবলারদেরকে উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) তাদের সামাজিক প্রোগ্রামের আওতায় দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন স্কুলে ফুটবল প্রশিক্ষণ প্রদান করতে সম্মতি প্রদান করেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাজিল সফরকালে গত ৮ই মে সিবিএফ সভাপতি অ্যানটোনিও কার্লোস নানস, সহসভাপতি ফার্নান্ডো জোসে এবং সেক্রেটারি জেনারেল ওয়ালটার ফেল্ডম্যানের সাথে এক সভায় মিলিত হন। সফল আলোচনা শেষে সিবিএফ বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়।

ব্রাজিল সফরশেষে আজ ঢাকা প্রত্যাবর্তন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জানান, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি অথবা সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে অচিরেই ব্রাজিলের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ রক্ষা করে দ্রুততম সময়ে এ সংক্রান্ত চুক্তিপত্র তৈরি ও তা স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করবে।মন্তব্য