kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কিংবদন্তি গাভাস্কারের পাশে বসলেন বিরাট কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৮:১৪ | পড়া যাবে ২ মিনিটেকিংবদন্তি গাভাস্কারের পাশে বসলেন বিরাট কোহলি

আদর্শ ব্যাটসম্যানের আইডল হিসেবে ক্রিকেটবিশ্বে যিনি সবচেয়ে সমাদৃত, সেই সুনিল গাভাস্কারের রেকর্ডে ভাগ বসালেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গাভাস্কারের পর ভারতের ইতিহাসের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট। সেঞ্চুরিয়ান টেস্টে ভারত সিরিজ খোয়ালেও ১৫৩ রানের ইনিংস খেলে নিজের রেকর্ড সমৃদ্ধ করেছেন কোহলি।

আরও পড়ুন: বিজয়ের মানসিকতার 'পরিবর্তনে' আনন্দিত মাশরাফি

আজ প্রকাশিত আইসিসির সালতামামিতে ২০১৭ সালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কোহলি। টেস্ট ও ওয়ানডের অধিনায়ক হিসেবেও আইসিসি তাকেই বেছে নিয়েছে। কোহলির রেটিং পয়েন্ট এখন ঠিক ৯০০। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে উঠেছেন দুই নম্বরে। শীর্ষে আছেন স্টিভেন স্মিথ।

আরও পড়ুন: এই ম্যাচ হাথুরুর জন্যও চ্যালেঞ্জিং: মাশরাফি

‌এর আগে ক্যারিয়ারের ৫০তম টেস্টেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন সুনিল গাভাস্কার। ১৯৭৯ সালে ওভাল টেস্টে ডাবল সেঞ্চুরির পর তার রেটিং পয়েন্ট ৮৮৭ থেকে বেড়ে হয়েছিল ৯১৬। এরপর অবশ্য শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড় ৯০০ পয়েন্টের কাছাকাছি গিয়েও ছুঁতে পারেননি। ২০০২ সালে ক্যারিয়ার সর্বোচ্চ ৮৯৮ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন টেন্ডুলকার। ৩ বছর আগে ৮৯২ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন দ্রাবিড়।

আরও পড়ুন: 'বাংলাদেশ' বানানটাই ভুল করে বসল বিসিবি!

ক্রিকেট ইতিহাসে ৯০০ রেটিং পয়েন্ট স্পর্শ করা ব্যাটসম্যানদের তালিকায় ৩১ নম্বরে আছেন কোহলি। ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড স্যার ডন ব্র্যাডম্যানের। তার পরেই ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন একের পর এক ম্যাচে রানের বন্যা বইয়ে দেওয়া অজি ক্যাপ্টেন স্টিভেন স্মিথ।

মন্তব্যসাতদিনের সেরা