kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

এই ম্যাচ হাথুরুর জন্যও চ্যালেঞ্জিং: মাশরাফি

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জানুয়ারি, ২০১৮ ১৭:২০ | পড়া যাবে ২ মিনিটেএই ম্যাচ হাথুরুর জন্যও চ্যালেঞ্জিং: মাশরাফি

টাইগারদের সংবাদ সম্মেলনে সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহেকে নিয়ে প্রশ্ন না ওঠা যেন অবধারিত। রাত পোহালেই হাথুরুর নতুন শিষ্যদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী। তার আগে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুকে নিয়ে প্রশ্ন তুললেন সাংবাদিকরা। ম্যাচের আগমুহূর্তে মাশরাফিরা কীভাবে দেখছে হাথুরুসিংহে এবং তার দলকে?

আরও পড়ুন: 'বাংলাদেশ' বানানটাই ভুল করে বসল বিসিবি!

টাইগার ক্যাপ্টেন মাশরাফি অবশ্য বিষয়টাকে এতটা সিরিয়ালি নিতে চান না। তিনি বললেন, 'পেশাদার ক্রিকেটে এমন ঘটনা এটাই প্রথম না। সম্প্রতি যে কোচ ছিল তার মুখোমুখি হওয়া এই প্রথম না। আর সত্যি বলতে, আমরা এটা অনেক আগেই পেছনে ফেলে এসেছি। যখন তিনি চলে গেছেন, তার পরিকল্পনা আমরা পুরোটাই ভুলে গেছি। এখন যারা  কোচ, তাদের সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এখানে তার ব্যাপারটা নিয়ে আর ভাবার সুযোগই নাই।'

আরও পড়ুন: যে কারণে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হল 'স্বার্থপর' নেইমারকে

হাথুরুসিংহে যেহেতু বাংলাদেশের ক্রিকেটের নাড়ি-নক্ষত্র জানেন, তাই কিছুটা হলেও বাড়তি চ্যালেঞ্জ অপেক্ষা করছে মাশরাফি-সাকিব-তামিমদের জন্য। বিষয়টা স্বীকার করে নিয়ে মাশরাফি বললেন, হাথুরুসিংহের জন্যও শুক্রবারের ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরুর পর নিশ্চয়ই এই ম্যাচটি তারা জিততে চাইবে।

আরও পড়ুন: সম্ভাবনা থাকলেও বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি!

ম্যাশের ভাষায়, 'চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই থাকে। হাথুরুসিংহে যখন এখানে ছিল, তখন তার ওপরে এক রকম চ্যালেঞ্জ ছিল। হয়তো দক্ষিণ আফ্রিকায় আমরা পুরোটা হেরে আসার পর চ্যালেঞ্জটা আরও বেশি হতো। আরও উপভোগ্য হতো। তিনি থাকেননি, শ্রীলঙ্কাকে বেছে নিয়েছেন। এখন তার আরেক রকম চ্যালেঞ্জ।'

আরও পড়ুন: শ্রীলঙ্কাকে ৩০০ রানের মাঝে আটকাতে চায় বাংলাদেশ

তিনি আরও বললেন, 'আমাদেরও চ্যালেঞ্জ, যখন ছিল কথা তো সব আমরাই শুনেছি। চ্যালেঞ্জ তো সব সময় আমাদেরকেই নিতে হয়। এই চ্যালেঞ্জটা থাকছে, এখনও যে নাই তা না। আর আমরা এই টুর্নামেন্টটা যদি জিতিও পরের সিরিজে তো একই চাপ থাকবে। প্রত্যাশাও তৈরি হয়। বাংলাদেশের হয়ে খেললে এই চ্যালেঞ্জ থাকবেই। নতুন কিছু নয়।'

মন্তব্যসাতদিনের সেরা