kalerkantho

শুক্রবার । ১৯ জুলাই ২০১৯। ৪ শ্রাবণ ১৪২৬। ১৫ জিলকদ ১৪৪০

টাইগারদের ড্রেসিং রুম এখন নির্ভার; চাপমুক্ত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ জানুয়ারি, ২০১৮ ১৭:০৬ | পড়া যাবে ২ মিনিটেটাইগারদের ড্রেসিং রুম এখন নির্ভার; চাপমুক্ত

জাতীয় দলের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। রাত পোহালেই শুরু ত্রিদেশীয় সিরিজ। এর আগে আজ সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন হাথুরু। একইদিনে সংবাদ সম্মেলনে সাবেক কোচের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। হাথুরু পরবর্তী ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে প্রশ্নের খোলামেলাই জবাব দিলেন ম্যাশ।

আরও পড়ুন: হাথুরুকে 'স্যালুট' জানালেন মাশরাফি

বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কোচ ছিলেন হাথুরুসিংহে। দলের যেকোনো কাজ তার ইচ্ছাতেই হত। দল নির্বাচন থেকে শুরু করে প্রায় সব কিছুতেই তার সিদ্ধান্তই ছিল শেষ কথা। এমনকি মাঠের বাইরে থেকে অধিনায়ককে বারবার নির্দেশনাও দিতেন তিনি। তার দাপটে ড্রেসিংরুমে সবসময় একটা ভীতিকর পরিবেশ থাকত বলে শোনা যায়। কিন্তু টাইগার ক্যাপ্টেন জানালেন, সেই পরিবেশ এখন আর নেই।

আরও পড়ুন: 'কে বলল, শুধু সৌম্য আর তাসকিনই আমার পছন্দের?'

ম্যাশের ভাষায়, 'আসলে কমফোর্ট জোন নিজের উপর নির্ভর করে। মানসিক চাপ সব সময় থাকে। এটা স্বাভাবিক। অধিনায়ক হিসেবে এটা থাকবেই। এখনও সেটা আছে। নিজস্ব চিন্তা ভাবনা ভেতরে থাকেই যে মাঠে কিভাবে করে দেখাব। আমার ওই জিনিসগুলো এখনও আছে। তবে ড্রেসিং রুম অনেকটাই নির্ভার। যে চাপ সব সময় ড্রেসিং রুমে থাকে, সেই চাপ এখন অনুভব করছি না।'

আরও পড়ুন: নো কমেন্ট; এটা আমার আর বিসিবির ব্যাপার: হাথুরু

কিন্তু একেবারেই নির্ভার ড্রেসিংরুম দেখতেও রাজী নন মাশরাফি। বললেন, 'ড্রেসিং রুমে আমি যখন আমার খেলোয়াড়দের রিল্যাক্স দেখি কিংবা দেখব, তখন অধিনায়ক হিসেবেও আমার রিল্যাক্স থাকতে সুবিধা হয়। পাশাপাশি এটা চাই না সবাই অনেক বেশি রিল্যাক্স থাকুক। বেশি রিল্যাক্স থাকল মাঠে নেমে কঠিন পরিস্থিতিতে কী হয় বলা মুশকিল! আশা করব, আমাদের মূল জায়গাটা যেন ঠিক থাকে। তারপর অন্য কিছু।'

আরও পড়ুন: আমি আবেগী নই; এখনও চাই বাংলাদেশ ভালো খেলুক: হাথুরুসিংহে

মন্তব্যসাতদিনের সেরা