kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

সেরে উঠছেন পগবা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৭ ১৮:১৮ | পড়া যাবে ১ মিনিটেসেরে উঠছেন পগবা

দ্রুত সুস্থ হয়ে উঠছেন পগবা। ছবি: ইন্টারনেট

ইনজুরি থেকে বেশ দ্রুতই সেরে উঠছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পল পগবা। টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে তাকে দৌড়াতে দেখা গেছে। যদিও খুব দ্রুতই ভিডিওটি টুইটার থেকে মুছে দেয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বাসেলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশগ্রহনের সময় ইনজুরিতে পড়েছিলেন পগবা। ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করেছিল প্রিমিয়ার লিগের জায়ান্টরা। 

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত পগবার সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে বলেই ধারণা করেছিল ম্যান ইউ শিবির। কোচ হোসে মরিনহো হতাশা প্রকাশ করে বলেছিলেন, পগবা দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে চলে গেছেন। কিন্তু সোশ্যাল সাইটের ওই ভিডিওটি তার উন্নতির একটি বড় চিহ্ন হিসেবেই দেখা হচ্ছে। 

৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক জোড়া জুতা পড়ে দৌড়ে ব্যায়াম করছেন পগবা। পরে অবশ্য ভিডিওটি মুছে ফেলা হয়। তবে ওই টুকুই ইউনাইটেডকে চাঙ্গা করার জন্য যথেষ্ট। পগবাবিহীন দলটি শনিবার গোলশূন্য ড্র করেছে লিভারপুলের বিপক্ষে। সপ্তাহের মধ্যভাগে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে বেনিফিকা যাবে মরিনহোর শিষ্যরা।

মন্তব্যসাতদিনের সেরা