kalerkantho

সোমবার । ১৭ ফেব্রুয়ারি ২০২০। ৪ ফাল্গুন ১৪২৬। ২২ জমাদিউস সানি ১৪৪১

করোনাভাইরাস : এই প্রথম জাপানে একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ১২:০৬ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস : এই প্রথম জাপানে একজনের মৃত্যু

প্রতীকী ছবি

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাপানে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে টোকিওতে ৮০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এই ভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যুর কথা জানাল জাপান। 

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কাটসুনোবো কাতো এ তথ্য নিশ্চিত করেছেন।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী জানান, গতকাল বৃহস্পতিবার ওই নারীর মৃত্যু হয়। গত ১লা ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এদিকে, চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাসে  আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮২৩ জন। এ নিয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৮৩।

বুধবার একদিনেই মারা গিয়েছিল ২৫৪ জন। একদিন পরই মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ছাড়িয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা