kalerkantho

বুধবার । ৬ ফাল্গুন ১৪২৬ । ১৯ ফেব্রুয়ারি ২০২০। ২৪ জমাদিউস সানি ১৪৪১

করোনাভাইরাস নিয়ে গুজব, পুলিশ হেফাজতে ৫

কালের কণ্ঠ অনলাইন   

১৩ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫১ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাস নিয়ে গুজব, পুলিশ হেফাজতে ৫

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানো হয়। বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কার্যালয়ে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগ জানায়, বাংলাদেশে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়েছে বা মারা গেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। অনেকেই এই বিষয়ে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এই পাঁচ জন দৈনিক খবর, টুইটবাংলা ডট কম, অন্য আলো, ফেসবুক আইডি শেখ রানা এবং ফেসবুক আইডি এম এ হাসনাত জামিল সংশ্লিষ্ট। যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এই ধরনের খবর প্রচার করবে তাদের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। 

সাইবার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানান, করোনাভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দু’জন মারা গেছেন' এমন গুজব ছড়ানোয় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা