kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

ভ্যাংকুভার

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

১০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে 

 

 

ব্রিটিশ কলাম্বিয়ার বড় মেয়ে ভ্যাংকুভার

নাকি এই ভূস্বর্গে নেমে এসেছিল—

আমাদের আদি পিতা, আদি মাতা ইভাদম।

আমাদের ভাই-বোন নেই

বাল্যশিক্ষার বই নেই

পড়তে পারি না; জানি না—ভ্যাংকুভারের জন্ম।

আমি আর গ্রাজিয়া

ভ্যাংকুভারকে ভীষণ ভালোবাসি।

মন্তব্য