kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

সাঁই

ঝিলম ত্রিবেদী

৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুচোখের জল থেকে জন্ম নেয় বিষ

ছাতিম নরম হয়

সোঁদা হয় সমর্পণ

ফিরে যায় তাহাদের চিঠি...

 

এ জীবনে তুমি ছাড়া কিছু আর হূদয়ে রাখিনি

সে কথা জানোনি তুমি—

নিজের নিঃশ্বাস থেকে খুলে রেখে পায়ে চলা মন

চলে গেছে সন্ধ্যার সমুদ্রের আঘাতের সব চিহ্ন মুছে!

 

রাতের গাঢ়তা ডেকে ওঠে

কূলহীন চায়ের ভাঁড়ের নেশা, থেমে থাকা বাস, কেশরীয়া বন্ধু আমার—

ভোর হতে কত দেরি আর?

 

মন্তব্যসাতদিনের সেরা