kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

অলকা নন্দিতা

আমাদের জাসিন্ডা

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতোমার দিকে তাকালেই

বৈশাখের ভর সন্ধ্যায় আকাশ কাঁপিয়ে নামে ঝড়

সেই ঝড়ে লণ্ডভণ্ড সকালের গোছানো রুটিন

ব্যালকনির শুকনো কাপড়ে ঝড়ের চিহ্ন মুছতে মুছতে

পিঠের ব্যথা বেড়ে যায়। সে ব্যথায় প্রলেপ লাগাতে

আমি রবীন্দ্রসংগীত শুনি।

 

তোমার কথা ভাবলেই

সমুদ্রের গর্জন শুনতে পাই

যেন দূর থেকে গোঁ গোঁ করে ডাকছে নোনা জল

সড়সড় করে কাছে এসে টেনে নেবে এক্ষুনি

এ জলে বছর বছর কিছু মুক্তো হারায়

সে বেদনা সারাতে সাঁতারে প্রশিক্ষণ নিই।

 

ও জাসিন্ডা আরডার্ন! এত বিষণ্ন কেন তুমি?

তোমার কি সঙ্গী নেই, মতামতে চলবার মতো পথ নেই?

নিজের সঙ্গে নিজে কথা বলবার মতো সিঁড়ি নেই?

আমাদের দেখো, নিবিড়ভাবে দেখো

দেখো আমাদের জাসিন্ডা কেমন সামলে নিয়েছে

শত শত মহাপ্লাবন।

 

মন্তব্য