kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

যাকির সাইদ

অতীন্দ্রিয় তলোয়ার

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমার হাত দুটি ছাড়া

ঈশ্বরের কোনো হাত নেই,

আমার এই ছোট্ট বুক ছাড়া

ঈশ্বর কোথাও ঘুমাতে পারেন না।

 

প্রতিদিন হূদয়সরোবরে

স্নান করিয়ে দিই শিশুর মতো,

এবং ঘুম পাড়িয়ে দিই পরম যতনে,

 

আমি ঘুমালে ঈশ্বর পাহারা দেন,

ঈশ্বর ঘুমালে আমি পাহারা দিই,

ইন্দ্রিয় অথবা

অতীন্দ্রিয় তলোয়ার,

শাণ দেওয়া থাকে সব সময়।

মন্তব্য