kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

নিজস্ব মুখ

মিলু শামস

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীল পাহাড় থেকে একদিন

সেই বাঁশিওয়ালা

নেমে আসবে নিশ্চিত;

শহর দাপানো ইঁদুরের রীলেরেসে

রেফারি হয়ে

বাঁশিতে ছোঁয়াবে ঠোঁট

শরীর দুলিয়ে নাচবে ভরত কিংবা কত্থক।

 

ইদুঁরেরা তখন

বাজারী জামা গায়ে

ছুটবে তার পিছু পিছু

নাকি দীঘির অতলে নেমে

স্নান করে পুণ্য জলে

আয়নায় দেখবে নিজের

নিজস্ব মুখ?

 

 

মন্তব্যসাতদিনের সেরা