kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

দেহের সেলাই সুতো

হেনরী স্বপন

১২ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেউনোনের ঘুঁটে যদি দগ্ধ হূদয়ের তানপুরা বাজে;

চারণ অঙ্গের দীপ্তি কেবল তৃপ্তির আহ্লাদে আপ্লুত—

জোয়ারের মৃদু ধাক্কা কি লাগে পাতাল জরায়ুর লাজে

কামনা দেখবে ঝুলে আছে তারাদের নক্ষত্রীর প্লুটো।

 

ছুঁলেই কি রঙিন ফোঁড়ে তুলবে সেলাই দেহের সুতো।

 

কুমারী চলন ছন্দে আকুল হলে সাগরের ফেনায়...

নবীন তুফান ওঠে পশমের মেলায়েম ঠিকানায়—।

মন্তব্য