kalerkantho

নিরক্ষরের বসন্তজ্ঞান

পিয়াস মজিদ

৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঝরাপাতা সড়ক, দ্যাখো তুমি

বসন্তকান্নার সবুজ রক্তে

ছেয়ে গেছে আমার পা,

হূদয়যানে সদ্যোগত

শীতের চোরাচালান;

কুয়াশা-শিশিরের

মিহি আগুনে দাউদাউ

স্বপ্নময়ী সমস্ত সরণি।

চঞ্চলচৈত্রে অতঃপর

ফাল্গুন ফুলের অভিজ্ঞান এমন,

উত্তর-দক্ষিণ ভুলে

একমাত্র প্রেমের পবনই

বয়ে চলে দিকনিরপেক্ষ।

তবু বিরহের বর্ণমালা মুখস্থের ভাগ্য

ছাড়ে না

নিরক্ষর এই আমাকে।

মন্তব্য