kalerkantho

বসন্তপ্রণয়

কামাল চৌধুরী

৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমার খামারে আদি উত্সব

চাষবাস আমি জানি

বসন্তে তোর গায়ে পড়া ভাব

বাতাসের কানাকানি।

 

হারানো প্রাচীন গাঁয়ের হালটে

ধূলিতে আসন পাতি

এই বসন্তে তোর সাথে হবে

বাতাসের মাতামাতি।

 

আরো কিছু কথা লিখব ভেবেছি

পাড়ার মেয়েটি না না

একজীবনের কত অনুভব

কখনো হবে না জানা।

 

মন্তব্য