<p style="text-align:justify">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সিলেটে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। এমন একটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়, যে আঙিনায় কোনো গাছ নেই। সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন ১৫ জন। তাদের স্মরণে বিদ্যালয়ের আঙিনায় একটি করে গাছ লাগানো হয়। বিকেলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে গেলেও বৃক্ষরোপণের খবরে অনেক শিক্ষার্থী ছুটে এসে চারা রোপণে অংশ নেয়।</p> <p style="text-align:justify">সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম জেসমিন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদ্য সাবেক সভাপতি রাসেল আহমদ, বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য শামীম আহমদসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।</p> <p style="text-align:justify">বিদ্যালয়ে আঙিনাকে ছায়াশীতল করতে বিভিন্ন স্থানে লাগানো ১৫টি গাছের মধ্যে রয়েছে তিনটি করে কৃষ্ণচূড়া, জামগাছের চারা, নিম, মেহগনি ও কদমগাছের চারা। এর মধ্যে বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে দুটি এবং মূল ভবনের সামনে একটি কৃষ্ণচূড়া গাছ লাগানো হয়।</p> <p style="text-align:justify">এর আগে গাছের চারা নিয়ে বিদ্যালয়ে পৌঁছালে সে খবর ছড়িয়ে পড়ে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী এসে বৃক্ষরোপণ কাজে যোগ দেয়। তারা নিজেরা উদ্যোগী হয়ে আশপাশের বাড়ি থেকে শাবল-কোদালসহ গাছ লাগানোর সরঞ্জাম এনে নিজেরাই কাজে লেগে পড়ে। </p> <p style="text-align:justify">অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম কালের কণ্ঠকে বলে, ‘আমাদের বিদ্যালয়ে গাছ না থাকায় প্রচণ্ড রোদে ক্লাস করার সময় খুব গরম লাগত। বিদ্যালয়ে গাছ লাগানো হচ্ছে, জেনে চলে এলাম। গাছগুলো বড় হলে বিদ্যালয় অনেক সুন্দর দেখাবে। আমরা গাছগুলো দেখে রাখব।’</p> <p style="text-align:justify">ইসলামপুর গ্রামে ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ২০১৩ সালে এসে সরকারীকরণ হয় প্রতিষ্ঠানটি। প্রায় ২৭ বছর বয়সী বিদ্যালয়ের আঙিনায় গাছপালা ছিল না। সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম জেসমিন ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি তুলে ধরে তাঁর বিদ্যালয়ে গাছ লাগানোর আহ্বান জানান। বিষয়টি নজরে যাওয়ায় বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ সেখানে বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেয়।</p> <p style="text-align:justify">বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম জেমসিন বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আপনারা আমাদের বিদ্যালয়কে গাছগুলো দিয়ে দিয়েছেন। এতে আমাদের বিদ্যালয়ের পরিবেশ সুন্দর, সবুজ ও ছায়াময় হয়ে উঠবে। ফেসবুক পোস্টের সূত্র ধরে বৃক্ষরোপণে আমাদের বিদ্যালয়কে বেছে নেওয়ায় ধন্যবাদ।’</p> <p style="text-align:justify">এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মো. শরীফ আহমদ, সহসভাপতি মারজান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু হোসাইন পুষ্প, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নাঈম আহমদ, অর্থ সম্পাদক নাদিব হাসান আরমান, সহ-অর্থ সম্পাদক নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রায়হান ও সদস্য রবিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভসংঘ কোম্পানীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবীরা।</p>