<p>ফেনী শহরের পেট্রোবাংলা ও আরামবাগ এলাকায় এখনো পানিবন্দি কয়েক শ পরিবার। ওই এলাকায় এখনো বুক সমান পানি। </p> <p>মঙ্গলবার (২৭ আগস্ট) পানিবন্দি ওই এলাকায় শুভসংঘের পক্ষ থেকে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।</p> <p>পানিবন্দি পরিবারের জন্য সাঁতরে খাবার নিয়ে যান নিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নজির আহাম্মদ রতন। তিনি পেট্রোবাংলা, উকিলপাড়া ও আরামবাগের ৫০টি পরিবারের মাঝে খিচুড়ি পৌঁছে দেন। জেলা কমিটির সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহসভাপতি আনোয়ারুল ইসলাম ও কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা খিচুড়ি বিতরণের তদারকি করেন।</p> <p>সাংবাদিক রতন বলেন, ‘বহু পরিবার এখনো পানিবন্দি। তাই পরিবারগুলোর সদস্যদের জীবন বাঁচাতে খাবার দিয়ে আসি। তিনি এ জন্য শুভসংঘকে ধন্যবাদ।’</p>