<p style="text-align:justify">খাগড়াছড়ির দীঘিনালায় বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়।</p> <p style="text-align:justify">দীঘিনালায় বন্যার পানি কমতে শুরু করলেও মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চলের মানুষ এখনো পানিবন্দি। এ পরিস্থিতিতে মেরুং এলাকায় স্বল্প পরিসরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শুভসংঘের অর্থায়নে কালের কণ্ঠ দীঘিনালা উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের তত্ত্বাবধানে ছোটমেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন দীঘিনালা প্রেস ক্লাব সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. আল আমিন। </p> <p style="text-align:justify">এ সময় উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহজাহান এবং স্থানীয় মাওলানা মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। ত্রাণ সহযোগিতা হিসেবে দেওয়া হয়েছে চাল, ডাল, আলু ও মুড়ি।</p>