<p style="text-align:justify">ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক স্থানে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভ সংঘ। শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার বাংলাবাজারে এ কর্মসূচি পালন করা হয়।</p> <p style="text-align:justify">বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মামুন মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা কাজী ইউসুফ, লামাসানিয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বসুন্ধরা শুভ সংঘের দোয়ারাবাজার উপজেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আনাস, হিলফুল ফুজুল জনকল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাস্টার কামাল প্রমূখ। </p> <p style="text-align:justify">বক্তারা গণমাধ্যমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।</p> <p style="text-align:justify">কর্মসূচিতে বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দ ,দোয়ারাবাজার  উপজেলা যুব ফোরাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খিদমাতুল উম্মা ফাউন্ডেশন, হিলফুল ফুজুল জনকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও দোয়ারাবাজারে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশ নেন।<br />  </p>