<p>গলাচিপা চর আগস্তি মুজিব কেল্লা বসুন্ধরা শুভসংঘ স্কুলে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশে স্কুলটির শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তর আলোচনা করা হয়।</p> <p>সভায় অভিভাবকরা প্রত্যন্ত অঞ্চলে স্কুল কার্যক্রম পরিচালনা করায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা তাদের শিশুদের নিয়মিত স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বর্ষার সময় এ এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এ সময় শিশুদের স্কুলে যাতায়াতে অনেক কষ্ট হয়।’</p> <p>বসুন্ধরা শুভসংঘ চরবিশ্বাস ইউনিয়ন শাখার সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের চরবিশ্বাস ইউনিটের উপদেষ্টা ও চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের সদস্য আবু সায়েম গাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক সাইমুন রহমান, চরবিশ্বাস ইউনিয়ন শাখার বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মো. সাহিন হাওলাদার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. নাঈম আহসান, নারী বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, সদস্য ঝুমুর চৌধুরী, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান প্রমুখ।</p>