<p>বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৫ জুন) সকাল ১১টায় কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন রকমের ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ ও রোপণ করা হয়।</p> <p>বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় শুভ কাজে সবার পাশে রয়েছে। আমরা চাই মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক এবং আমাদের পরিবেশ আবার সহনীয় হোক। পরিবেশ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। </p> <p>বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের কালকিনি উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ কালকিনি উপজেলা শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু, কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র গাইন, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, ফরিদ হোসেন, শুভসংঘের সদস্য তানহা, জুবায়ের সরদার, জুবাইদিয়া আলম রুপন্তী, সাহারা সুলতানা, কানিজ ফাতেমা, এনিয়া আক্তার, রুবিনা আক্তর প্রমুখ।<br />  </p>