<p>গাজীপুরের কালিয়াকৈরে দাবদাহ নিরসনে চারা গাছ রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখা। রবিবার (২৬ মে) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।</p> <p>বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমেদ সাব্বির বলেন, ‘একটি দেশের মোট ভূমির ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ বনভূমি নেই। সরকারি হিসেবে বনভূমির পরিমাণ ১৭ ভাগ হলেও বাস্তবে এই সংখ্যা আরো কম। তাই সময়ের প্রয়োজনে গাছ লাগানো এখন সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।’</p> <p>পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিন হাসান বলেন, ‘বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় বৃক্ষরোপণ জরুরি। যার ফলে আমাদের এ কর্মসূচি।’</p> <p>কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নীরঞ্জন চন্দ্র দাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রাফিজ ফয়সাল রিহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইভান আহমেদ বিপ্লব, কার্যকরী সদস্য শনকিম সরকার, ইয়াছিন দিপু, আলীরাজ, নাজমুল হাসান।</p>