<p>জয়পুরহাটের কালাই উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘নীরবে-নিভৃতে বই পড়া’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সমশিরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।</p> <p>কর্মসূচিতে শিশু থেকে শুরু করে কিশোর ও তরুণরা উপস্থিত ছিলেন। অনেকে বই পড়তে চান, কিন্তু সময় করতে পারেন না—এমন পাঠকের সংখ্যাই উল্লেখযোগ্য। কেউ আবার বই পড়তে উদ্বুদ্ধ হতে এসেছিলেন।</p> <p>এ আয়োজন প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘আমাদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনা। বই মানুষের কল্পনাশক্তি বাড়ায় ও বই পড়তে এসে অনেক সমমনা মানুষের পরিচয় হয়। তাঁরা নিজেদের মধ্যে বই নিয়ে কথা বলেন। এর মাধ্যমে একটি সামাজিক সম্পর্কেরও চর্চা হয়। তা ছাড়া আমরা খোলা জায়গা বেছে নিয়েছি। কারণ এতে মনের বিস্তৃতি ঘটে।’</p>