<p>পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাহে রমজান উপলক্ষে শতাধিক কোরআনের পাখিকে নিয়ে হামদ নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। </p> <p>শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার খয়খাটপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা। </p> <p>এ সময় মাদরাসা শিক্ষার্থীদের কণ্ঠে সৃষ্টিকর্তার হামদ, রাসুলের নাত আর পবিত্র কোরআন তিলাওয়াতে মুখরিত হয়ে ওঠে মাদরাসা প্রাঙ্গণ। রমজানের মধ্যে এমন আয়োজনে উচ্ছ্বসিত মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে ইফতার মাহফিলে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। সাথে ছিলেন মাদরাসার শিক্ষক, স্থানীয় ব্যক্তি ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।</p> <p>বসুন্ধরা শুভসংঘের আয়োজনে দিনভর আনন্দে কাটে এতিমসহ মাদরাসা শিক্ষার্থীদের। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, সহসভাপতি সারোয়ার হোসেন সোহাগ ও মেরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ ও আল ফারুক জিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ সেলিম লিয়ন, সহসাংগঠনিক সম্পাদক তারেক হাসান বিজয়, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কামু, দপ্তর সম্পাদক তামিম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, কার্যকরী সদস্য রবিউল ইসলাম রতন, তহিদুল হক, রনি মিয়াজী, মোবারক হোসেন, কাজী তৌফিকুর রহমান, সদস্য তানভির রায়হান তন্ময়, সোহাগ, এ বি জজ, সিফাতসহ শুভসংঘের সদস্যরা অংশ নেন।</p>