<p>কুমিল্লার দাউদকান্দিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। </p> <p>শুক্রবার (১ মার্চ) সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ফিউচার আইসিটি স্কুলের হলরুমে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ বিভিন্ন উপজেলার গ্রামের অসহায় মহিলাদের স্বাবলম্বী করে গড় তুলতে তিন মাসব্যাপী হাতে-কলমে শিক্ষার আয়োজন করা হয়।</p> <p>উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ২০ জন অসহায় ও কলেজপড়ুয়া নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। বসুন্ধরা শুভসংঘের নিয়োগকৃত একজন নারী টেইলারিং মাস্টার তাদের প্রশিক্ষণ দেবেন।</p> <p>এ সময় প্রশিক্ষণ নিতে আসা স্বামী পরিত্যক্তা বিলকিস বেগম বলেন, ‘অল্প বয়সে দুটি সন্তান রেখে স্বামী ফেলে রেখে চলে গেছেন।  অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালাই। বসুন্ধরা মালিক আমাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবে, আবার শিক্ষার শেষে মিশিন (মেশিন) দিবে। যদি মিশিন পাই তাহলে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারব।’</p> <p>মা-বাবা নেই রাবেয়া আক্তারের (১৬)। দশম শ্রেণিতে পড়ছে সে। রাবেয়া জানায়, ‘ছোটবেলায় বাবা মারা গেছে, খালার বাসায় থেকে পড়াশোনা করছি। আমি লেখাপড়ার পাশাপাশি নিজে কিছু শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই।’</p> <p>এ দিকে সফলভাবে প্রশিক্ষণ শেষ করা নারীদের বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিনা মূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হবে।</p> <p>দাউদকান্দি উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শফিউল আলম সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক মো. জাকারিয়া জামান, কালের কণ্ঠের প্রধান উপদেষ্টা ওমর ফারুক মিয়াজী, উপদেষ্টা সেলিনা আক্তার, সাংবাদিক এস এম শাহাদাত হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>