<p>নতুন স্কুলড্রেসের গন্ধে মাতোয়ারা বসুন্ধরা শুভসংঘ স্কুলের দুই শতাধিক খুদে শিক্ষার্থী। ‘নতুন তো নতুন-ই, পুরনো তা পুরনোই, নতুন মানে ফুল ফোটানো, সুখের পায়রা ওড়ানো।’ তাই নতুন স্কুলড্রেস পেয়ে বাঁধভাঙা উল্লাসে নেচে ওঠে শিশু শিক্ষার্থীরা। ওদের এ সুখের ভাষা বোঝানোর কোনো ভাষা নেই। নতুন স্কুলড্রেস, জুতা ও নানা প্রকার শিক্ষা উপকরণ পেয়ে ক্ষণিকের জন্য হলেও নেচে নেচে পাখির কলকাকলির মতো খুশির বন্যা বইয়ে দিল সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিক্ষার্থী। </p> <p>নতুন স্কুলড্রেস ও নানা ধরনের শিক্ষা উপকরণ পেয়ে মারিয়া নামের এক শিক্ষার্থী বলে, ‘আইজ নতুন স্কুল পোশাক, জুতা, খাতা-কলম পেনসিল পাইয়্যা খুবই আনন্দ লাগতাচে। নতুন স্যারে আমাগো টিপিন দিচে, চকলেট দিচে। এর আগেও স্যারেরা আমাগো বির‌্যানী (বিরিয়ানি) খাওয়াইচে। মাঝে মাঝেই আমাগো লাইগ্যা খাওন নিয়্যা আসে।’ বলেই দৌড়ে স্কুলঘরে চলে গেল। মারিয়ার মতো অন্যরা খুশিতে দৌড়ে গেল ক্লাসে।<br />  <br /> বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের অর্থায়নে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার অংশগ্রহণে দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় সব শিক্ষার্থীকে দুপুরের টিফিন দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘ-এর আয়োজন ছাত্র-ছাত্রীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুলব্যাগ, ড্রেস, জুতা, খাতা, কলম, পেনসিল, পেনসিলকাটার দেওয়া হয়। </p> <p>এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বি এম রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিশুরা তাকে কাছে পেয়ে বরণ করে নেয়। তিনি শিশুদের জন্য চকোলেট, রুটি ও মিষ্টি নিয়ে যান এবং তা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। তিনিও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে কিছু সময় ভাগ করে নেন। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত বছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা গ্রুপের অর্থায়নে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। স্কুলটিতে দুই শতাধিক শিশু শিক্ষার্থীকে বিনা বেতনে পাঠদান করা হচ্ছে। এই স্কুলের অধিকাংশ শিক্ষার্থীর পরিবারই নিম্নআয়ের মানুষ। কেউ ভ্যানচালক, কেউ দিনমজুর, কেউ খণ্ডকালীন প্রান্তিক চাষি, তারা অন্যের জমিতে কাজ করে সংসার চালায়। <br /> তাদের ছেলেমেয়েরা আগে কোনো স্কুলে লেখাপড়া করত না এবং তাদের সাধ ছিল, কিন্তু সাধ্য ছিল না। বসুন্ধরা শুভসংঘের স্কুলে বিনা মূল্যে লেখাপড়া করতে পেরে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। খুদে এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপহার ও টিফিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।</p> <p>প্রধান অতিথি জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বি এম রাসেল অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এখানে এসে আমার খুব ভালো লাগছে। না এলে বুঝতেই পারতাম না সুবিধাবঞ্চিত শিশুরা কতটা আনন্দে লেখাপড়া করছে। পেয়ারপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের শিশুরা এখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও করছে। ওদের এই আনন্দ দেখে সত্যিই আমি অভিভূত হয়েছি। আমি বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি যেকোনো প্রয়োজনে এই স্কুলের পাশে থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা করব। শিশুদের জন্য আমার শুভ কামনা রইল।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজলসহ বসুন্ধরা শুভসংঘের বন্ধু ইসরাত জাহান, স্বর্ণা আক্তারসহ আরো অনেকে।</p>