<p>রাজধানীর মিরপুরে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা শ্রদ্ধার ফুল হাতে নিয়ে খালি পায়ে তারা এগিয়ে যাচ্ছে শহীদ মিনারে। স্মৃতির মিনারের বেদি ফুলে ফুলে ভরে শহীদদের জানান দিচ্ছে শ্রদ্ধার অর্ঘ্য। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ মাতৃভাষা ও বাংলায় একুশের গান গেয়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাস ১ ও ২-এর শিক্ষার্থীরা। বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার ও সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে ফুল হাতে নিয়ে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাস-১-এর সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার, বীথি আক্তার, ক্যাম্পাস-২-এর সহকারী শিক্ষিকা তানিয়া ইসলাম।</p> <p>এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সহসভাপতি তাওসিফ আল সাদিফ, দিবা দেবনাথ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাজিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক সাদিয়া মেঘলা, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মারুফসহ, কর্মসম্পাদক পরিকল্পনা শ্রাবণী আক্তার ফাতেমা, দপ্তর সম্পাদক অন্বেষা পাল পূজা, সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া আক্তার মিম, কার্যকরী সদস্য সাদাত শিহাব, এম জাহিরী আলিফ প্রমুখ।</p>