<p>শরীয়তপুর নড়িয়া উপজেলার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িসার  ইউনিয়নের আইল্যান্ডে মডেল একাডেমীর মাঠ প্রাঙ্গণে শতাধিক খুদে শিক্ষার্থীকে নিয়ে কবিতা আবৃত্তি, সংগীত অনুষ্ঠান প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশে নেওয়া সকল শিক্ষার্থীকে দেওয়া হয় পুরস্কার। </p> <p>বসুন্ধরা শুভসংঘ সদস্য ও আইল্যান্ড মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক সুজন বেপারীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘের সুভাকাঙ্খী ঘড়িসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব খান। </p> <p>কালের কণ্ঠের প্রতিনিধি মাহবুব আলম। শুভসংঘ নড়িয়া উপজেলার সভাপতি শামিম সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, চরলাউলানী জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল আখন, শুভসংঘ উপজেলা সদস্য নিজাম মাঝি, আইল্যান্ড মডেল একাডেমির শিক্ষক সুবর্ণা আক্তার, সাহিদা বেগম, হুমায়ুন কবির, রিতা আক্তার, জাহিদ মোল্লা, সজিব মালাকার, সিরাজ মোল্লা, ফারুক খান, নাছির খান, সাগর বেপারী, জুনায়েদ খান ও যায়যায় দিন এর নড়িয়া উপজেলা প্রতিনিধি রাব্বি ছৈয়ালসহ প্রমুখ।</p>