<p>বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় জেলা শহরের স্বর্নকলি উচ্চ বিদ্যালয় সম্মেলনে কক্ষে কোমলমতী শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।</p> <p>‘আমাদের ৭১, আমাদের বিজয়’-শিরোনামে দুই গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশুদের কোমল হাতের রং তুলির ছোয়ায় ফুটে ওঠে বাংলাদেশের বিজয় অর্জনের চিত্র, মুক্তিযুদ্ধের দৃশ্যপট ইত্যাদি।</p> <p>প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে মালেকা একাডেমির প্রথম শ্রেণির শিক্ষার্থী মারফিয়া জান্নাত, দ্বিতীয় স্থান অধিকার করে রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়তি বালা মুন, ৩য় স্থান অধিকার করে মালেকা একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী যুক্ত বিশ্বাস।</p> <p>খ গ্রুপে প্রথম স্থান অধিকার করে স্বর্নকলি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রমিত সাহা, দ্বিতীয় স্থান অধিকার করে উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া হক সারা, ৩য় স্থান অধিকার করে উত্তর বর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গাজী আব্দুল আজিজ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, সমাজসেবা সম্পাদক অয়ন সাহা, পরিকল্পনা সম্পাদক হিমেল বিশ্বাস, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অনন্যা ভক্ত প্রমুখ।</p>