<p>নাটোর স্টেশন চকবৈদ্যনাথ এলাকার হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নকলি স্কুলে আজ শনিবার বাল্যবিয়েবিরোধী অভিভাবক সমাবেশ করেছে বসুন্ধরা শুভসংঘ।</p> <p>বাল্যবিয়ে প্রতিরোধে সারা দেশে বসুন্ধরা শুভসংঘ নানা সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। এর আগে নাটোর জেলায় বিভিন্ন সময় বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লাল কার্ড ক্যাম্পেইন করে বসুন্ধরা শুভসংঘ।</p> <p>আজকের অনুষ্ঠানে স্কুল এবং এলাকার প্রায় ১৫০ অভিভাবক উপস্থিত ছিলেন। বাল্যবিয়ে প্রতিরোধী এ সভায় অতিথিরা অভিভাবকদের নানা পরামর্শ প্রদান করেন।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ নাটোর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম রেজা, বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র নাটোর শাখার প্রশিক্ষক মোছা. মনোয়ারা পারভীন, শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, সহসভাপতি বর্ষা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক চৈতি চৌহান, ক্রীড়া সম্পাদক আসলাম আলী সরদার প্রমুখ।</p>