<p style="text-align: justify;">বগুড়ার শেরপুরে প্রয়াত মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লা দুলুর পরিবারের পাশে দাঁড়ালেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। পরিবারটিকে একমাসের খাদ্য সামগ্রী দেন তাঁরা। </p> <p style="text-align: justify;">আজ রবিবার বিকেলে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা এলাকায় অবস্থিত সাধুবাড়ী সালেহা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। </p> <p style="text-align: justify;">সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক। আর আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো। বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী, দৈনিক কালের কণ্ঠের স্থানীয় উপজেলা প্রতিনিধি আইয়ুব আলী, শুভসংঘের উপজেলা কমিটির সহ-সভাপতি আব্দুল আলীম, হাবিবর রহমান পান্না, গোলাম রব্বানী, ওমর ফারুক, নিলুফা ইয়াসমিন প্রমুখ। </p> <p style="text-align: justify;">অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা শুভসংঘের সদস্যদের অর্থায়নে ওই প্রয়াত মুক্তিযোদ্ধার স্ত্রী শাহনাজ পারভীনের হাতে ৫০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি আটা, এক কেজি লবণ, আধা কেজি হলুদ ও মরিচের গুড়াসহ এক মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হন।</p> <p style="text-align: justify;">চলতি মাসের ৫ তারিখে বার্ধক্যজনিত কারণে মারা যান ওই মুক্তিযোদ্ধা। এছাড়া দীর্ঘদিন ধরে ভাতা বন্ধ থাকায় পাঁচ সদস্যের পরিবারটি চরম মানবেতর জীবন-যাপন করছিলেন। এই খবর পেয়েই প্রয়াত মুক্তিযোদ্ধা মাহমুদ উল্লা দুলুর পরিবারের পাশে দাঁড়ান বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।</p>