<p>বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বিদায়ী পঞ্চম শ্রেণির পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও একাডেমির সব পরীক্ষার্থীর জন্য দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের চরলাউলানী গ্রামের আইল্যান্ড মডেল একাডেমিতে দুপুর ১টায় এ অনুষ্ঠান পরিচালনা করে নড়িয়া উপজেলা বসুন্ধরা শুভসংঘ। </p> <p>বসুন্ধরা শুভসংঘ নড়িয়া উপজেলা শাখার সভাপতি শামীম সরদারেরর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান। আরো উপস্থিত ছিলেন আইল্যান্ড মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মো. হাফেজ শরীফউল্লাহ খান। চরলাউলানী জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি আবুল আখন, বাংলাদেশ টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন, মাছরাঙা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি কবির উজ্জামান মাদবর, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমন, এশিয়ান টেলিভিশনের নড়িয়া উপজেলা প্রতিনিধি রকি আহাম্মেদ, যায়য়ায়দিনের নড়িয়া উপজেলা প্রতিনিধি রাব্বি ছৈয়াল, বাংলাদেশের খবরের শরীয়তপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়াল, বাংলাদেশ সংবাদের শরীয়তপুর জেলা প্রতিনিধি নুরে আলম জিকু, কালের কণ্ঠের ডামুড্যা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শিহাব। </p> <p>আরো উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজন মাহমুদ, সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন দেওয়ান, শুভসংঘ নড়িয়া উপজেলা উপদেষ্টামণ্ডলীর সদস্য লার্নিং পয়েন্ট প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন (জিএম ফরিদ বিএসসি), উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. কাউসার আহমেদ, নড়িয়া উপজেলা সহসভাপতি নাজমুল ইসলাম ঝন্টু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম।  </p> <p>উপস্থিত ছিলেন আইল্যান্ড মডেল একাডেমির প্রধান শিক্ষক শামিম সরদার, সহকারী প্রধান শিক্ষক সুজন বেপারী, ইংরেজি শিক্ষক নিজাম মাঝি, বাংলা শিক্ষক শাহিদা বেগম, রিতা আক্তার, গণিত শিক্ষক মুন্নী ও সুবর্ণা আক্তর।</p> <p>অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, আমরা চার-পাঁচজন ছেলে-মেয়ে পালতে পরি না, একটি স্কুল কতগুলো ছেলে-মেয়ে একসঙ্গে পড়াশোনা করায়, শিক্ষকদের ধন্যবাদ, তারা অত্যন্ত যোগ্যতার সঙ্গে এটা পরিচালনা করেন। এবং আজকের আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ জানাই।</p> <p>অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনন্দসার মহিউসসুন্নাহ মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হান্নান। </p>