kalerkantho

বৃহস্পতিবার । ১ ডিসেম্বর ২০২২ । ১৬ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

উপজেলা প্রশাসন ও শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোচাগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি   

২৮ সেপ্টেম্বর, ২০২২ ২০:৪২ | পড়া যাবে ২ মিনিটে উপজেলা প্রশাসন ও শুভসংঘের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে কালের কণ্ঠ শুভসংঘ উপজেলা শাখার বন্ধুদের প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু আগে শুভসংঘের বন্ধুদের হাতে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি,মাদকে না বলি,আসুন মাদকে লাল কার্ড দেখাই এইসব সম্বলিত প্লাকার্ড নিয়ে মাঠে নেমে দুই দলে গ্রুপ ছবি তোলে।  

প্রথম অর্ধে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন উপজেলা শুভসংঘের জালে দুই গোল দেয়।

বিজ্ঞাপন

বিরতির পর শুভসংঘ উপজেলা প্রশাসনের জালে এক গোল দেয়। উপজেলা প্রশাসন এক গোলে জিতে যায়।

খেলা শেষে বোচাগঞ্জ  উপজেলা প্রশাসনের দলের অধিনায়ক ও  উপজেলা মৎস কর্মকর্তা নাহিদ হোসেন বলেন, খেলায় হারজিত থাকবে। দিন শেষে আমরা শুধু ইনজয় করার জন্য খেলবো। পরস্পর পরিচয় হওয়াটা বিষয়। শুভসংঘ দলের খেলোয়াড় খুবই ছোট বয়সী। দলটি খুবই ভালো খেলেছে। এখনি তোমাদের খেলার বয়স। আমরা জিতবো এটা ধারণা করতে পারি নাই। ধরে নিয়ে ছিলাম আমরা অনেক গোল খাবো। তবে তোমরা অনেক ভালো খেলো। আমি জানি শুভসংঘ অনেক ভালো কাজ করে থাকে। তোমরা লেখা পড়া ঠিকমত চালিয়ে যাবা। মাদকসহ অন্যান্য অপরাধ থেকে দূরে থাকবা। সমাজ এবং দেশের জন্য ভালো কাজ করে যাবে। এটায় তোমাদের তরুণদের কাছে আমরা প্রত্যাশা করি। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের অনেক ধন্যবাদ।

ধারা ভাষ্যে ছিলেন, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার অধিনায়ক মাহাবুর আলম, দলের টিম ম্যানেজমেন্টে ছিলেন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ সৌরভ।

বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের দলের নেতৃত্ব দেন উপজেলা মৎস কর্মকর্তা নাহিদ হোসেন, কালের কণ্ঠ শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা দলের নেতৃত্ব দেন দপ্তর সম্পাদক ইত্তেহাদ আজাদ দিহান।সাতদিনের সেরা