পিরোজপুরের স্বরূপকাঠিতে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাসকারী শিশু শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘের স্বরূপকাঠি শাখা। গতকাল সোমবার বিকেলে উপজেলার সদর ৩ নম্বর স্বরূপকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অলংকারকাঠি এলাকায় নির্মিত আশ্রয়ণকেন্দ্রে বই, খাতা ও কলম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কালের কণ্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস বাপ্পি, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. আল আমিন, সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেব কুমার সমদ্দার প্রমুখ।
বক্তব্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস কুমার দাস বাপ্পি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর উপহার দিয়েছেন।
বিজ্ঞাপন
ইউপি চেয়ারম্যান আল আমিন বলেন, 'মুজিববর্ষের এ সকল ঘরে বসবাসকারী পরিবারগুলোর আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। তারা অর্থাভাবে তাদের ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে পারে না। শুভসংঘের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করি, এর ফলে এখানে বসবাসকারী শিশুদের অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়া করাতে উৎসাহিত হবে। '
ওই ওয়ার্ডের ইউপি সদস্য দেব কুমার সমদ্দার বলেন, 'আমার এ ওয়ার্ডে কোনো বিদ্যালয় নেই। এখানকার শিক্ষার্থীদের কষ্ট করে বহুদূরে অন্য ওয়ার্ডের বিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করতে হয়। ' তিনি তার ওয়ার্ডে একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানান।
এ সময় উপজেলা শুভসংঘের যুগ্ম সম্পাদক সুব্রত হাওলাদার, নারী বিষয়ক সম্পাদক হাসি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ রাজু, সদস্য মামুনর রশিদ, ব্যবসায়ী মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য আশ্রয়ণকেন্দ্রে বসবাসকারী শিশু শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে বলে জানান কালের কণ্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু।