kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

সড়ক দুর্ঘটনায় আহত অসহায় আ. সালামের পাশে শুভসংঘ

খুলনা অফিস   

১৮ জুলাই, ২০২২ ২১:০৩ | পড়া যাবে ২ মিনিটেসড়ক দুর্ঘটনায় আহত অসহায় আ. সালামের পাশে শুভসংঘ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ এক বছর কর্মহীন ও অসহায় পরিবহন চালক মো. আ. সালামকে খাদ্য সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভসংঘের খুলনা জেলা কমিটি। বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় গতকাল রবিবার (১৮ জুলাই) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ভাড়া বাসায় এ সহায়তা তুলে দেওয়া হয়।

শুভসংঘের সহায়তাকালে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ খুলনা ব্যুরো নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘের সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহসভাপতি কাজী মাহবুব, শিমুল দেবনাথ, মনি শংকর মন্ডল, যুগ্ম সম্পাদক কার্তিক চন্দ্র দাশ প্রমুখ।

মেঘনা পরিবহনের খুলনা-ঢাকা বাস সার্ভিসের চালক আব্দুস সালাম ২০২১ সালের ১৭ আগস্ট ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। দুর্ঘটনায় তাঁর ডান পা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তিনি দীর্ঘদিন পঙ্গু হাসপাতালে চিকিৎসা গ্রহণ করলেও এখনও সুস্থ হননি। পরিবহন মালিকদের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি দাবি আহতের পরিবারের। শ্রমিক ইউনিয়নের সাহায্য জুটেছে হাজার দুয়েক টাকা মাত্র। আর দীর্ঘ চিকিৎসায় একমাত্র কর্মক্ষম আব্দুস সালাম ৩-৪ লাখ খরচ করে এখন নিঃস্ব। ঘর ভাড়া বকেয়া পড়েছে ৪২ হাজার টাকা। শুধুমাত্র বাড়ির মালিকের সহায়তাই টিকে আছেন।

পরিবহন ড্রাইভার মো. আব্দুস সালাম বলেন, ‘মালিকরা এই একটু আমার খোঁজ নেননি। কারো কাছে হাত পাততে পরি না। দুটি ছেলে পড়াশুনা বন্ধের পথে। শুভসংঘের সহযোগিতা অনেক বড় উপকার হবে। ’

তাঁর স্ত্রী সালমা বেগম বলেন, ‘বাড়ির মালিক পাশে না দাঁড়ালে আমরা বাঁচতে পারতাম না। কারো কাছে হাত কিছু চাইতে পারি না। জানি না আল্লাহ কবে মুখ তুলে চাইবেন। আমরা কাজ করে বাঁচতে চাই। ’

বাড়ির মালিক আফরোজা আক্তার জানান, ‘আব্দুস সালাম সত্যিই অসহায়। ওনাদের অবস্থা থেকে বাসা ছেড়ে দিতে বলতে পারিনি। ওনারা কোনোভাবে বেঁচে আছেন। দুর্ঘটনায় স্বচ্ছল একটি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। কিন্তু যাদের জন্য তাদের এ অবস্থা তারা কখনো খোঁজও নেননি। ’সাতদিনের সেরা