রংপুরের পীরগঞ্জ উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি কার্যক্রম শুরু করে।
অনুষ্ঠানে শুভসংঘের কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করেন কালের কণ্ঠ শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আহসান হাবীব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল হক, শিক্ষক একরামুল হক।
বিজ্ঞাপন
নতুন কমিটিতে আহসান হাবীবকে সভাপতি এবং ফারজুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির উপদেষ্টা হিসেবে আছেন জুলফিকার হায়দার আলী (মিজান) ও মননুজান খাতুন (মাহামুদা)।
কমিটির অন্যান্য সদসরা হলেন- সহসভাপতি রুবেল আহম্মেদ আবির, মাসুদ রানা, রুবেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, নূর মুহাম্মদ, দপ্তর সম্পাদক রিয়াল মাহফুজ, উপদপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, অর্থ সম্পাদক সুমাইয়া ইসলাম, ইভেন আয়োজক জাকিরুল ইসলাম, প্রচার সম্পাদক সানিয়াতুল বিদা সাদিয়া, সহপ্রচার সম্পদক স্বপন মিয়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জেমস আহমেদ, কর্ম পরিকল্পনা বিষয়ক সম্পদক শরিউত উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ফরহাদ মুসা, ক্রীড়া সম্পাদক সোহাগ মন্ডল, নারী বিষয়ক সম্পাদক শামিমা আক্তার।
এ ছাড়াও কমিটিতে সুমাইয়া আক্তার, সনিয়া আক্তার, মনিরুল ইসলাম, নুসরাত জাহান মীম ও কাওসার আহম্মেদ সদস্য হিসেবে রাখা হয়েছে।