বাল্যবিবাহ প্রতিরোধে চিরিরবন্দরে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক সভা করেছে শুভসংঘের বন্ধুরা। বৃহস্পতিবার (২৬ মে) চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক সভার আয়োজন করা হয়।
চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর থানার তদন্ত ওসি মোসলেম উদ্দীন বসুনীয়া ।
সচেতনতামুলক সভায় বক্তরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সব শ্রেণীর মানুষকে গিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মার্শাল হোসেন, চিরিরবন্দর থানার এস আই গোপাল চন্দ্র সরকার, কালের কণ্ঠ শুভসংঘ চিরিরবন্দর উপজেলা শাখার উপদেষ্টা সোহাগ গাজী, সভাপতি কামরুজ্জামান পিয়াল, সহ সভাপতি মোস্তাকিম আল হাসনাত, মনিরুজ্জামান রনি, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সম্পাদক শাহরিয়ার সরকার, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক হোসেন, কার্যকরী সদস্য মিরাজুল ইসলাম প্রমুখ।