kalerkantho

বুধবার । ১২ মাঘ ১৪২৮। ২৬ জানুয়ারি ২০২২। ২২ জমাদিউস সানি ১৪৪৩

‘আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই’

কুড়িগ্রামে শুভসংঘের উদ্যোগে জাদুঘর পরিদর্শন শিক্ষার্থীদের

কুড়িগ্রাম প্রতিনিধি   

২০ নভেম্বর, ২০২১ ১৬:২৬ | পড়া যাবে ২ মিনিটেকুড়িগ্রামে শুভসংঘের উদ্যোগে জাদুঘর পরিদর্শন শিক্ষার্থীদের

কালের কণ্ঠ শুভসংঘের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে ওই কলেজের শিক্ষার্থীরা আজ শনিবার উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করেছেন। ‘আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চাই’ শীর্ষক ক্যাম্পেইনের অংশ হিসেবে কলেজের অর্ধশতাধিক এইচএসসি পরীক্ষার্থী জাদুঘরের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন স্মারক ও প্রদশর্নী ঘুরে ঘুরে দেখেন।  

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কালের কণ্ঠের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক এসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক নানা প্রশ্নের উত্তর দেন।  

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও কালের কণ্ঠ শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন তাঁর বাসভবনে মুক্তিযুদ্ধের বেশ কিছু বিরল সংগ্রহ নিয়ে গড়ে তুলছেন ‘উত্তরবঙ্গ জাদুঘর’।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জাদুঘরের নানা স্মারক, ছবি ও দলিলপত্র দেখে অভিভূত হন।  

কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী হোসেন আলী জানান, মুক্তিযুদ্ধের অনেক ইতিহাস তাদের অজানা ছিল। জাদুঘর পরিদর্শন করে গুলি, বন্দুক, মর্টারের শেল, ১১ নম্বর সেক্টরের গেরিলাদের যুদ্ধ কৌশল, রণাঙ্গণের পত্রিকা, মুক্তিযোদ্ধাদের পোশাকসহ নানা স্মারক চাক্ষুস দেখে ইতিহাস সম্পর্কে জানার আরো আগ্রহ তৈরি হয়েছে।  

এই কলেজের শিক্ষার্থী আশা মনি ও লায়ন মিয়া জানান, মুক্তিযুদ্ধ নিয়ে বইয়ে অনেক কিছুই তারা পড়েছেন। কিন্তু স্বচক্ষে কিছু দেখা হয়নি। আজ মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিচিহৃ দেখে তারা দারুণভাবে উদ্বুদ্ধ হয়েছেন।  সাতদিনের সেরা